
হবিগঞ্জ/প্রতিনিধি/
হবিগঞ্জ ডিবি পুলিশের অভিযানে উমেদনগর এলাকার হবিব মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
গত রবিবার রাতে ডিবির ওসি সফিকুল ইসলামের নির্দেশে রিয়াজ উদ্দিনসহ একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে দানিয়ালপুর গ্রামের সুরুজ আলীর পুত্র সালেক মিয়া, আব্দুল হামিদ খানের পুত্র সজল খান, আব্দুল হাইর পুত্র নুর আলম, মনাই মিয়ার পুত্র রজন আলী ও উমেদনগর পশ্চিম হাটি গ্রামের ইমান খানের পুত্র জাফর খান।
গত সোমবার তাদেরকে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।