
অনলাইন ডেস্ক/
রাজধানীর ওয়ারী টিপু সুলতান রোডে রাস্তায় গর্ত করে বিদ্যুত লাইনের কাজ করার সময় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে। এতে ৫ জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে টিপু সুলতান রোডের পুরাতন থানা ভবনের পাশে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই দগ্ধদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিয়ে যাওয়া হয়।
দগ্ধরা হলেন, ডিপিডিসির সাইড ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন (২১), শ্রমিক মো. সোহেল (৩৫)। মামুন রিয়েল স্টিট নামে একটি প্রতিষ্ঠানের ইন্সপেক্টর মো. মামুন (৪৭), নিরাপত্তাকর্মী হেলাল (৪০) ও আ. রশিদ (৬৫)।
দগ্ধ মো. মামুন জানান, টিপু সুলতান রোডে পুরাতন থানা ভবনের পাশে তাদের প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবন। দুই সপ্তাহ যাবৎ ওই সড়কটিতে খনন করে ডিপিডিসির মেরামত কাজ চলছিল। গত রাতে তাদের প্রতিষ্ঠানের নির্মানাধীন ভবনের ঠিক সামনে কাজ করছিলো ডিপিডিসির লোকজন। সারারাত তিনি এবং তার প্রতিষ্ঠানের দুই নিরাপত্তা কর্মী সেই কাজ তদারকি করছিলেন। যাতে তাদের ভবনের কোন লাইন বিচ্ছিন্ন না হয়ে যায়। সোয়া দুইটার দিকে হঠাৎ ভেকু মেশিন দিয়ে রাস্তা খননের সময় গ্যাস লাইন লিক হয়ে যায়। প্রচন্ড গ্যাস বের হতে থাকে। সঙ্গে সঙ্গে ডিপিডিসির কর্মীরা তিতাসকে বিষয়টি জানায়।
তিনি জানান, লিকেজের কিছুক্ষণ পর তারা সেই জায়গা থেকে একটু দূরে সরে বসে ছিলেন। ১৫ থেকে ২০ মিনিটের পর হঠাৎ সেখান থেকে আগুন ধরে ওঠে। মুহূর্তেই তাদের শরীর ঝলসে যায়।