
সুনামগঞ্জ প্রতিনিধি :
স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনকে নিয়ে কটূক্তিকারী জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার কুশপত্তলিকা দাহ করেছেন সুনামগঞ্জের সংস্কৃতিকর্মীরা।
আজ বৃহষ্পতিবার দুপুর দেড়টায় শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত কুশপত্তলিকা দাহ কর্মসূচিতে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য দেন কবি ইকবাল কাগজী, কবি ও আইনজীবী রুহুল তুহিন, মুক্তিযোদ্ধা সন্তান কবি ইয়াকুব বখত বহলুল, সাংবাদিক শামস শামীম, মুক্তিযোদ্ধা যুবকমাণ্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতা মোশারফ হোসেন, সাংবাদিক বিশ্বজিৎ সেন পাপন, সাবেক ছাত্রনেতা টিটো দাস, একে কুদরত পাশা, সাংবাদিক শহিদুর আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, শুধু দুঃখপ্রকাশ বা ক্ষমা প্রার্থনাই নয়, মশিউর রহমান রাঙ্গাকে আইনিভাবে শাস্তি দিতে হবে। যাতে এভাবে জাতীয় বীরদের নিয়ে কেউ কটূক্তি করতে না পারে। বক্তারা মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় সংসদের হুইপ থেকে অপসারণের দাবিও জানান।