শুরুতেই সাজ ঘরে ফিরলেন রোহিত



স্পোর্টস ডেস্ক :

ছবি: ফাইল । ভারতের পেস বোলিংয়ের ছোবলে প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। এরপর জবাব দিতে নামা ভারতও উইকেট হারায় শুরুতে। পেসার আবু জায়েদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত সিরিজ কাটানো রোহিত শর্মা। তিনি করেন ৬ রান।

সেই ধাক্কা সামলে ভারত ২২ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৪ রানে ব্যাট করছে। মায়াঙ্ক আগারওয়াল ৩০ রানে এবং চেতেশ্বর পূজারা ৩৮ রানে ক্রিজে আছেন।

এর আগে দুই সেশনে ব্যাট করে ৫৮.৩ ওভারে ভারতের বোলিং আক্রমণের সামনে দুমড়ে-মুচড়ে যায় বাংলাদেশ। শুরুতে উমেশ যাদবের বলে ক্যাচ দিয়ে ৬ রান করে ফেরেন ইমরুল কায়েস। এরপরই ইশান্ত শর্মা ৬ রানে তুলে নেন সাদমান ইসলামকে। মোহাম্মদ শামির ছোবলে ১৩ রানে থামেন মোহাম্মদ মিঠুন। বাংলাদেশ ৩১ রানে হারায় ৩ উইকেট। মুশফিকুর রহিম ও অধিনায়ক মুমিনুল মিলে ৬৮ রান যোগ করে দলকে আশা দেখাচ্ছিলেন।

কিন্তু মুমিনুলকে ৩৭ রানে বোল্ড করে দেন রবিশচন্দন অশ্বিন। মাহমুদুল্লাহকেও তুলে নেন অশ্বিন। ফেরান বোল্ড করে। ঘরের মাঠে তিনি তুলে নেন আড়াইশ’ উইকেট। মাহমুদুল্লাহ করেন ১০ রান। এরপর শামি ছো মেরে বাংলাদেশ দলকে ভরসা দেওয়া মুশফিককে ৪৩ রানে ফেরান। পরের বলেই ফিরে যান স্পিনার মেহেদি মিরাজ। চা বিরতির পরে লিটন দাসকে তুলে নেন ইশান্ত শর্মা। দলীয় হ্যাটট্রিক হয়ে যায় ভারতের। তিনি যখন ফিরে গেছেন দলের রান তখন ৮ উইকেট হারিয়ে ১৪০ রান। ওই ধাক্কা টেলেন্ডাররা সামাল দিতে পারেনি।

ভারতের তিন পেসার মিলে নিয়েছেন সাত উইকেট। মোহাম্মদ শামি দখল করেছেন তিন উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন উমেশ যাদব এবং ইশান্ত শর্মা। এছাড়া কুলদীপ যাদবকে হটিয়ে টেস্টে আবার ভারতের স্পিন আক্রমণে জায়গা করে নেওয়া অশ্বিন নিয়েছেন দুই উইকেট। বাংলাদেশের রানের জবাবে ভারত এরই মধ্যে তাদের প্রথম ইনিংস শুরু করেছে।

শেয়ার করুন!