
সিএনবাংলাদেশ অনলাইন:
ফাইল ছবি। ঘূর্ণিঝড ‘বুলবুল’-এর প্রভাব অনেকটা স্বাভাবিক হয়ে আসায় আবহাওয়া অনুকূলে থাকা সাপেক্ষে সোমবার সকাল ৬টা থেকে সারাদেশের অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল করবে।
রোববার রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরাত দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানান।
তিনি বলেন, ঘূর্ণিঝড ‘বুলবুল’-এর প্রভাবে শনিবার রাত থেকে পদ্মা-মেঘনাসহ দেশের কয়েকটি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। পরে রোববার সকাল থেকে দেশের আরো কয়েকটি নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ করা হয়। সোমবার সকাল থেকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় ফেরি চলাচল শুরু হয়। মঙ্গলবার সকাল ৬টায় যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে লঞ্চ ও স্পিডবোটসহ সব ধরণের নৌযান চলাচল করবে।