
মোঃ রেজানুল হক রেজু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
বোচাগঞ্জ উপজেলায় বেশী দরে পেয়াঁজ বিক্রি হচ্ছে। আজ বৃহস্পতিবার সেতাবগঞ্জ বাজারে প্রতিকেজি দেশী পেয়াঁজ বিক্রি হয়েছে ২৫০ টাকা আর ভারতীয় পেয়াঁজ বিক্রি হয়েছে ২০০ টাকা কেজি দরে। পাশাপাশি প্রতিযোগীতামুলক ভাবে আদার দর বেড়েছে কয়েকগুন যে আদা গত সোামবার বিক্রি হয়েছে ১৪০-১৫০ টাকা কেজি সেই আদা গতকাল দাম বেড়ে হয়েছে ৩২০ টাকা প্রতি কেজি।
পেয়াঁজের এই দাম শুনে অনেক ক্রেতা পেয়াঁজ না কিনেই বাড়ী ফিরে যেতে বাধ্য হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পেয়াঁজের এই মুল্য সারা দেশের চেয়ে প্রতি কেজি ৮০-১০০ টাকা বেশী। পেয়াঁজ বিক্রতা আঃ মতিন জানান, বেশী দরে পেয়াজ কিনতে গিয়েও পেয়াঁজ কিনতে পারিনাই। আড়ত থেকে এক মন পেয়াঁজ কেনার কথা থাকলেও দাম বেশী হওয়ায় ১০ কেজি পেয়াঁজ কিনে এনেছি বিক্রির জন্য। সরবরাহ কম থাকার কারনে টাকা দিয়েও পেয়াঁজ পাওয়া যাচ্ছে না।