বন্ধুরাষ্ট্র ভারতকে বাদ দিয়ে মুজিববর্ষ উদযাপন করতে পারি না



সিএনবাংলাদেশ ডেস্ক :

আওয়ামী লীগের সধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বন্ধুরাষ্ট্র ভারতকে বাদ দিয়ে আমরা মুজিববর্ষ উদযাপন করতে পারি না। স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের যে অবদান আমাদের জন্য তা অন্য কোনো দেশের নেই।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরপুলে ফিকামলি সেন্টারে শহীদ সেলিম-দেলোয়ার দিবসে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রতিবেশী ভারতের দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ঘিরে সহিংসতা চলছে। এটা ভারতের অভ্যন্তরীণ সমস্যা হলেও প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে পাশের ঘরে আঁচ লাগে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। আমরা আহ্বান জানাই আলাপ-আলোচনা করে এই আভ্যন্তরীণ সমস্যা সমাধান করার।

তিনি বলেন, মুজিববর্ষে বন্ধু রাষ্ট্র ভারতকে দাওয়াত না দেওয়া হবে অকৃতজ্ঞতার পরিচয় দেয়া। এ সময় সংকট না বাড়িয়ে দ্রুত দিল্লির সমস্যা সমাধানে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শহীদ সেলিম দেলোয়ারের রাজনৈতিক সহযোদ্ধা ড. মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি রুহুল আমিন, আইনজীবী নেতা মমতাজ উদ্দিন মেহেদী প্রমুখ।

শেয়ার করুন!