জৈন্তাপুরে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ



জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুর উপজলার গোয়াবাড়ী সীমান্ত এলাকা থেকে ৫১ বোতল ভারতীয় মদসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় উপজেলার গোয়াবাড়ী সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মদের একটি চালান বাংলাদেশে প্রবেশ করছে, এমন সংবাদের ভিত্তিত্বে ১৯ বিজিবি‘র জৈন্তাপুর ক্যাম্পের হাবিলদার জামালের নেতৃত্বে টহল টিম নজরদারী বৃদ্ধি করে। রাত ২টায় একটি প্রাইভেট কার দেখতে পেয়ে সেখানে বিজিবি অবস্থান নিলে মাদক ব্যবসায়ীরা বিজিবি‘র অবস্থান বুঝতে পেরে প্রাইভেট কার রেখে পালিয়ে যায়। এসময় বিজিবি প্রাইভেট কারে তল্লাসি করে ৪৮ বোতল নাম্বার-১ মেঘঢল এবং ৩টি বিয়ার সহ ৫১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে, মদ সহ প্রাইভেট কার ক্যাম্পে নিয়ে আসে।

জানা যায়, উপজেলার বিভিন্ন সীমান্তের চোরাইপথ দিয়ে মাদক ব্যবসায়ীরা ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদসহ মাদক পণ্য বাংলাদেশে নিয়ে আসছে। এগুলো বিভিন্ন প্রাইভেট কার, সিএনজি অটোরিক্সা, লেগুনা, হিউম্যান হুলার ব্যবহার করে শহরের বিভিন্ন স্থানে পৌঁছে দিচ্ছে।

এ বিষয়ে জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার‘র নির্দেশে হাবিলদার জামাল বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান করে রাত ২টায় ৫১ বোতল ভারতীয় মদসহ একটি নাম্বার বিহীন অনটেষ্ট প্রাইভেট কার আটক করি। মদ ও প্রাইভেটকার আটকের বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন!