
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জের উৎমা পাথর কোয়ারীতে টাস্কফোর্সের অভিযানে ২২টি শ্যালো মেশিন ও অবৈধ পাথর উত্তোলনে ব্যবহ্নত পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ভেঙ্গে-পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে টাস্কফোর্সের অভিযানে নামে পুলিশ ও বিজিবি । এসময় অবৈধ পাথর উত্তোলনের জিনিসপত্র পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মালামালের মূল্য প্রায় ৩৮লক্ষ টাকা হবে। অভিযানের নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য।