
সিএনবাংলাদেশ ডেস্ক :
ছবি : ডয়েচে ভেলে । ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টা ১৭ মিনিটে উত্তর মালাকু প্রদেশে এই ভূমিকম্প আঘাত আনে। এর ফলে সুনামির আশঙ্কা তৈরি হয়েছে।
জার্মানভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো তেরনাতে উপকূলীয় শহর থেকে ১৩৮ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে মালাকু সমুদ্রে।তবে এখনো কোনো হতাহতের খবর জানা যায়নি।
তেরনাতে এলাকায় ভূমিকম্পের সময় তীব্র কম্পন অনুভূত হয়েছে। সে সময় ঘুমিয়ে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা বাড়ি-ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সংস্থা স্থানীয় সময় শুক্রবার লোকজনকে সমুদ্র সৈকত থেকে দূরে অবস্থানের জন্য সতর্ক করেছে।
গত বছর মালাকুর পশ্চিমে সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে পালু শহর বিধ্বস্ত হয়। ভূমিকম্পের পর শহরটিতে সুনামি আঘাত হানে।