কানাইঘাটে মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন



কানাইঘাট (সিলেট) প্রতিনিধি :

কানাইঘাট বড়চতুল ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম (৭৩) আর নেই। বার্ধক্যজনিত কারণে আজ বুধবার সকাল সাড়ে ৮টায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লা…রাজিউন) । মরহুমের জানাজার নামাজ আছরের নামাজের পর দুর্গাপুর বড় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

জানাজায় কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান, পৌর মেয়র নিজাম উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এলাকার সর্বস্তরের মানুষ শরীক হন।
পরে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, ১ মেয়ে আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন!