সিলেটে উন্নয়ন কর্তৃপক্ষ নেই : পররাষ্ট্রমন্ত্রী



সিএনবাংলাদেশ অনলাইন :

খুলানা ও রাজশাহীতে উন্নয়ন কর্তৃপক্ষ থাকলেও আমাদের সিলেটে তা নেই বলে মন্তব্য করেছেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ।

আজ শনিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সিলেট সিটি করপোরেশনের আয়তন সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

তিনি বলেন, সিলেট সিটি করপোরেশনের পরিধি বাড়লে সেবার মানও বাড়বে । আরো বেশি মানুষকে নাগরিক সুবিধা দেওয়া সম্ভব হবে । এতে অধিকত্তর রাজস্ব আদায়ও হবে । শহর বড় হলে উন্নয়ন কতৃপক্ষ গঠনেরও সুযোগ সৃষ্টি হবে। দেশের সবগুলো বড় শহরে উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে । খুলানা ও রাজশাহীতে উন্নয়ন কর্তৃপক্ষ থাকলেও আমাদের সিলেটে নেই । শহর বড় হলে এ দাবি জোরালো হবে । আমরা বলতে পাড়বো সিলেট অনেক বেশি মানুষের শহর সিলেটেও উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করতে হবে ।

ড. মোমেন সিটিকরপোরেশন ও জেলা প্রশাসনকে পৃথক প্রস্তাবনা তৈরির নির্দেশ দেন । তিনি চান সবগুলো প্রস্তাবনা পাওয়ার পর যাচাই বাছাই করে সিটিকরপোরেশনের সম্প্রসারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে । আমরা চাই ব্যাক্তি বিশেষের জন্য নয় , জনগনকে সম্পৃক্ত করে সবার জন্য সেবা নিশ্চিত করতে হবে ।

সিলেটের জেলা প্রশাসক এম .কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী ,সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী , সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী , সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ ।

শেয়ার করুন!