দু’ঘন্টা উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনলেন মেয়র আরিফ



নিজস্ব প্রতিবেদক :

ছবি-সিএনবাংলাদেশ। সিলেট নগরীতে লাইনে দাঁড়িয়ে ৪৫ টাকায় পেঁয়াজ কিনলেন (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার দুপুর ১২টার দিকে পেঁয়াজ কিনতে নগরীর ক্বীন ব্রিজ মোড়ে টিসিবি’র গাড়ির লাইনে দাঁড়ান সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী। প্রচন্ড রোধ উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনতে প্রায় দু’ঘন্টা সময় লেগেছে তার। দীর্ঘক্ষন সময় অপেক্ষার পর পৌণে ২টার দিকে পেঁয়াজ কিনেন তিনি।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে মেয়র বলেন, দেশে বর্তমানে পেঁয়াজের দাম উর্ধ্বমূখি হওয়ায় নিম্ন আয়ের লোকদের পেঁয়াজ ক্রয় করা নাগালের বাইরে চলে গেছে। আমারও ক্রয় ক্ষমতার বাইরে। তাই পেঁয়াজের দাম কেজি প্রতি ৪৫ টাকা শুনে আমিও নিজে এসে লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনলাম। পাশাপাশি নগরীর সবাইকে টিসিবি’র কাছ থেকে ন্যায্য মূল্যে পেঁয়াজ কেনার আহ্বান করেন তিনি। এবং জনগণের অসুবিধার কথা চিন্তা করে এমন উদ্যেগের জন্য সরকারকে তিনি ধন্যবাদ জানান।

সিলেটসহ সারাদেশের বাজারে পেঁয়াজের দাম উর্ধ্বমূখি হওয়ায় সোমবার সকাল থেকে সিলেট নগরীর তিনটি স্থানে ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। কম দামে পেঁয়াজ কিনতে তাই রিকাবীবাজারস্থ কাজি নজরুল ইসলাম অডিটরিয়ামের সামনে, ক্বীন ব্রিজের মোড়ে, মার্কাজ পয়েন্ট বঙ্গবীর রোডে ভিড় করছেন ক্রেতারা। প্রখর রোদের মধ্যেই শত শত মানুষ টিসিবির ট্রাক থেকে পেঁয়াজ কিনতে ভিড় করতে দেখা গেছে। এছাড়া মহিলাদের উপস্থিতিও ছিল চোঁখে পড়ার মত।

শেয়ার করুন!